সেল্টিক ডিফেন্ডারের সঙ্গে নেইমারের তর্ক 'তুচ্ছ ঘটনা'

সেল্টিকের ডিফেন্ডার মিকায়েল লুসটিগের সঙ্গে নেইমারের তর্ককে তুচ্ছ ঘটনা বলে উল্লেখ করেছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2016, 08:11 AM
Updated : 24 Nov 2016, 11:31 AM

গ্লাসগো থেকে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে সেল্টিকের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

ম্যাচের শেষ দিকে লুসটিগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। দুজনকেই হলুদ কার্ড দেখতে হয়। এর ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে খেলতে পারবেন না নেইমার।

এই ঘটনার পর সেল্টিকের সমর্থকরা নেইমারের উপর রেগে যায়। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে দুয়োও দেয় তারা। এর কিছুক্ষণ পর নেইমারকে মাঠ থেকে তুলে নিয়ে আর্দা তুরানকে নামান এনরিকে।

ম্যাচ শেষে এনরিকে বলেন, "দর্শকরা দারুণ ছিল, খেলার জন্য অসাধারণ এক জায়গা এটা। একজন সেল্টিক খেলোয়াড়ের সঙ্গে (নেইমারের) সামান্য তর্ক হয়েছিল।"

"আমরা তাকে বিশ্রাম দেওয়ার জন্য তুলে নিয়েছি, কিন্তু এটা (লাল কার্ড এড়ানোর জন্য) ট্যাকটিক্যাল কোনো বিষয় ছিল না।"