চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড

১২ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে মার্কো রয়েসের হ্যাটট্রিকে লেগিয়া ওয়ারসকে ৮-৪ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2016, 07:58 AM
Updated : 23 Nov 2016, 10:44 AM

বরুসিয়ার মাঠে মঙ্গলবার রাতে দশম মিনিটে এগিয়ে যায় লেগিয়া। তবে ৭৬ সেকেন্ডের মধ্যে ২ গোল করে বরুসিয়াকে এগিয়ে দেন সিনজি কাগওয়া। ১০ থেকে ৩২-এই ২২ মিনিটে দুই দল মিলিয়ে ৭টি গোল করে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ১১টি। ২০০৩ সালের সেই ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৮-৩ গোলে হারিয়েছিল মোনাকো।

বরুসিয়া-লেগিয়া ম্যাচটিতে আরও কিছু রেকর্ড হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে ৪ গোল করার পরও হেরে যাওয়া প্রথম দল হয়ে গেছে লেগিয়া।

ম্যাচটিতে ১২টি গোল করেন ৮জন খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ৮জন খেলোয়াড়ের গোল পাওয়ার ঘটনা এই প্রথম।