শিষ্যদের হাল না ছাড়ার মানসিকতায় মুগ্ধ জিদান

স্পোর্তিংয়ের বিপক্ষে কঠিন কিছু মুহূর্ত কাটাতে হলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি জিনেদিন জিদান। খেলোয়াড়দের হাল না ছাড়ার মানসিকতায় মুগ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2016, 07:38 AM
Updated : 23 Nov 2016, 07:39 AM

এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হতো রিয়ালের। তবে পর্তুগালের ক্লাব স্পোর্তিংয়ের মাঠ থেকে মঙ্গলবার রাতে ২-১ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। 
 
রাফায়েল ভারানের গোলে জিদানের দল এগিয়ে যাওয়ার পর আদ্রিয়েন সিলভা সফল স্পটকিকে চমকের সম্ভাবনা জাগান। তবে শেষ দিকে করিম বেনজেমার গোলে জয় নিশ্চিত হয় অতিথিদের। 
 
ম্যাচ শেষে জিদান বলেন, "ভালো বিষয় এই যে তারা গোল পাওয়ার পর আমরা হাল ছেড়ে দেইনি। আমরা খেলে গেছি আর ম্যাচটি জিততে খুব ভালো একটি গোল করেছি।"
     
"এখানে জয় পাওয়াটা কঠিন ছিল আর আমরা যেটার জন্য এসেছি তা পেয়েছি। এখন আমরা ভালোভাবে বিশ্রাম নিতে পারব, ধকল কাটিয়ে উঠতে আর পরের ম্যাচ নিয়ে ভাবতে পারব।"
 
জিদানের সঙ্গে কণ্ঠ মেলান রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি করা ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে। 
 
"আমরা রিয়াল মাদ্রিদ আর সব সময় জয়ের জন্য মাঠে নামি। আমরা শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা শুধু জয় পাওয়া আর শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার কথা ভাবছি।"