রোনালদোর সেরাটা আসা এখনও বাকি: ফিগো

এবারের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোকেই এগিয়ে রাখছেন তার স্বদেশি লুইস ফিগো। তবে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডের সেরাটা আসার এখনও বাকি আছে বলে মনে করেন পর্তুগালের সাবেক এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 02:37 PM
Updated : 22 Nov 2016, 02:38 PM

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পর্তুগালের হয়ে ২০১৬ ইউরোর শিরোপা জেতেন রোনালদো। সব মিলিয়ে অসাধারণ একটি বছরই কেটেছে পর্তুগাল অধিনায়কের। ৩১ বছর বয়সী এই তারকার আরও সাফল্য-ক্ষুধায় মুগ্ধ ফিগো।

“ক্রিস্তিয়ানো রোনালদোর থেকে সেরাটা আসার এখনও বাকি আছে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি এর প্রমাণ ছিল। … সে সব কিছুই জিতেছে আর এখনও উচ্চাকাঙ্ক্ষী।”

চলতি মৌসুমের গোড়ার দিকে নিজের আসল খেলাটা খেলতে না পারায় সমালোচনায় পড়তে হয়েছিল রোনালদোকে। তবে আতলেতিকোর বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করে রিয়ালকে ৩-০ ব্যবধানে জিতিয়ে সমালোচনার জবাব দেন তিনি।

বার্সেলোনা ও রিয়াল দুই দলের হয়েই খেলা ফিগো বলেন, “সন্দেহের অবকাশ নেই যে ক্রিস্তিয়ানো এই বছরের ব্যালন ডি’অর জিতবে। সে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরো জিতেছে, দুটি টুর্নামেন্টেই মূখ্য ভূমিকা রেখেছে।”