জোকোভিচকে হারিয়ে শীর্ষে থেকেই বছর শেষ মারের

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়েছেন অ্যান্ডি মারে। এ জয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করলেন স্কটিশ এই টেনিস তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 06:47 AM
Updated : 21 Nov 2016, 06:47 AM

লন্ডনে ওটু অ্যারেনায় রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে সার্বিয়ান তারকার বিপক্ষে মারের দাপুটে জয়টি ৬-৩, ৬-৪ গেমের। এ নিয়ে ক্যারিয়ার সেরা টানা ২৪ ম্যাচ জয়ের ‍কৃতিত্ব দেখালেন ২৯ বছর বয়সী মারে।

বছর শেষের টুর্নামেন্টে জয় পাওয়ায় দারুণ খুশি মারে, “বিশ্বসেরা হওয়াটা খুবই স্পেশাল। এ রকম ম্যাচে নোভাকের বিপক্ষে খেলাটাও বিশেষ কিছু।”

মারের কাছে হেরে রজার ফেদেরারের পাশে বসার সুযোগ এ যাত্রায় হারালেন জোকোভিচ। অনেকের মতে পুরুষদের টেনিসে সর্বকালের সেরা সুইস তারকা ফেদেরার এটিপি ওয়ার্ল্ড ট্যুরের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন।

গত চার বছর টানা এ শিরোপা জেতা জোকোভিচ অবশ্য মারেকে প্রশংসা করতে ভোলেননি।

“অ্যান্ডি নিশ্চিতভাবেই বিশ্বসেরা। সে জয়ের যোগ্য। সে সেরা খেলোয়াড়।”

“কঠিন মুহূর্তে আমি ঘুরে দাঁড়াতে পারিনি। ম্যাচে পরের দিকে তুলনামূলক ভালো খেলেছিলাম কিন্তু সেটা যথেষ্ঠ ছিল না।”