মূল স্ট্রাইকার হিসেবে খেলা নিশ্চিত নয় রোনালদোর

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগালের তারকা ফরোয়ার্ডের এই পজিশনে খেলাটা সব সময়ের জন্য নিশ্চিত নয় বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2016, 11:00 AM
Updated : 20 Nov 2016, 11:51 AM

আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে রিয়াল।

আতলেতিকোর বিপক্ষে দলকে ৪-৪-২ ফর্মেশনে খেলান জিদান, যেখানে ইসকোর সামনে রোনালদো মূল স্ট্রাইকার হিসেবে খেলেন। এই পজিশনে খেলে চলতি মৌসুমে নিজের অন্যতম সেরা পারফরম্যান্সও করলেন তিনি।

রোনালদোর এই পজিশনে খেলা নিয়ে ম্যাচ শেষে জিদান বলেন, “এটা নিশ্চিত নয়। সে স্বস্তিতে ছিল, আমরা এটা জানি, তবে প্রতিটি ম্যাচে কী হয় তা আমরা দেখব।”

“কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকেই দারুণ একটি ম্যাচ ছিল এটা। ম্যাচটি আমরা খুব ভালো বুঝতে পেরেছি আর দৃঢ়ভাবে শুরু করেছি। আমরা যা করেছি তা নিয়ে আমি খুশি। এটা সহজ নয়; খুব কম দলই আছে যারা এখানে ৩-০ ব্যবধানে জিতবে।”

শিষ্যদের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দেন জিদান।

“৩-০ স্কোরলাইন হয়ত তাদের জন্য কিছুটা কঠিন, তবে আমরা বেশ ভালো খেলেছি। আমরা যা করছি তা করে যেতে হবে। এখনও কিছুই জিতিনি আমরা।”