মেসিকে নিয়ে দুশ্চিন্তা উড়িয়ে দিলেন এনরিকে

লিওনেল মেসির অসুস্থতা নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল তা উড়িয়ে দিয়েছেন লুইস এনরিকে। তারকা এই ফরোয়ার্ড এরই মধ্যে সেরে উঠছেন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2016, 09:15 AM
Updated : 20 Nov 2016, 09:15 AM

কাম্প নউতে শনিবার মালাগার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে অসুস্থ হয়ে পড়েন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি। ম্যাচটি গোলশূন্য ড্র করে এনরিকের দল।

মেসিকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ভয় পাচ্ছিল কেউ কেউ। তবে তেমন কোনো শঙ্কা নেই বলে জানান এনরিকে।

“একটি ম্যাচ না খেলার জন্য মেসির অবস্থা খুব খারাপ হতে হয়। তবে এটা মারাত্মক কিছু নয়-এরই মধ্যে সে সেরে উঠছে। আমরা মেসিকে হারিয়েছি, আমরা সুয়ারেসকে হারিয়েছি। তবে এই দলই ম্যাচ জেতে।”

মালাগার অতি রক্ষণাত্মক খেলার সমালোচনাও করেন এনরিকে।

“তারা নিজেদের সীমানায় ১০ জন খেলোয়াড় রেখেছে। আপনাকে বল মুভ করাতে হবে আর কিছু জায়গা বানানোর চেষ্টা করতে হবে। প্রথমার্ধে তারা যখন সতেজ ছিল, তখন এটা আরও কঠিন ছিল।”

শিষ্যদের খেলায় অবশ্য সন্তুষ্ট এনরিকে।

“আমি আমার খেলোয়াড়দের প্রশংসা করি। আমরা সুযোগ পেয়েছি আর আমরা একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আমরা পয়েন্ট হারানোর বিষয়টি আশা করিনি তাই আমি কল্পনা করতে পারছি আমার খেলোয়াড়রা কতটা হতাশ।”