লিভারপুলের ড্র, লেস্টারের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের মাঠে ড্র করে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। আর বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি হেরে গেছে ওয়াটফোর্ডের মাঠে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2016, 05:37 PM
Updated : 19 Nov 2016, 05:38 PM

শনিবার গোলশূন্য ড্রর পর ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে লিভারপুলের এগিয়ে যাওয়ার হয়নি গোলরক্ষকের দৃঢ়তায়। ২৮তম মিনিটে সাদিও মানের প্রচেষ্টায় দারুণ দক্ষতায় রুখে দেন ফ্রেজার ফর্স্টার।

দ্বিতীয়ার্ধেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি লিভারপুল। ৬৬তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল পোস্টের ১০ গজ দূর থেকে বাইরে মেরে লিভারপুল সমর্থকদের হতাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

শেষ দিকে ড্যানিয়েল স্টারিজ ও ফিরমিনো সুযোগ নষ্ট করায় পুরো পয়েন্ট পায়নি লিভারপুল।

অন্য ম্যাচে ওয়াটফোর্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া লেস্টার সিটি ১২ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে।

নিজেদের মাঠে ওয়াটফোর্ড ৩৩ সেকেন্ডেই এগিয়ে যায়। সতীর্থের হেড পাস থেকে পাওয়া বল সাইড ভলিতে ঠিকানায় পৌঁছে দেন ফরাসি মিডফিল্ডার এচিয়েন কাপু। দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার রবের্ত পেরেইরা।

লেস্টার ম্যাচে ফেরে ৩ মিনিট পরই। ডি-বক্সের মধ্যে জেমি ভার্ডি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন রিয়াদ মাহরেজ। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি ক্লাওদিও রানিয়েরির দল।