রুমন-ইকাঙ্গার গোলে শেখ রাসেলের জয়

পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল শেখ রাসেল ক্রীড়া চক্র। রুমন হোসেন, ইকাঙ্গার গোলে প্রিমিয়ার লিগে ৩-১ ব্যবধানে ফেনী সকারকে হারাল দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2016, 02:45 PM
Updated : 18 Nov 2016, 02:48 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফেনীর রক্ষণে চাপ বাড়াতে থাকে শেখ রাসেল। জামাল ভূইয়ার প্রচেষ্টা বাইরে দিয়ে উড়ে যাওয়ার পর ৫৭তম মিনিটে মোনায়েম খান রাজুর দূরপাল্লার শটও লক্ষ্যে থাকেনি।

খেলার ধারার বিপরীতে ৬৩তম মিনিটে বদলি খেলোয়াড় মোহাম্মদ হেলালের গোলে এগিয়ে যায় ফেনী সকার। সতীর্থের দুর্বল শট ডি-বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

পাঁচ মিনিটে পর রাজুর ফ্রি-কিকে রুমন মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরার স্বস্তি পায় শেখ রাসেল।

৮৪তম মিনিটে জামালের কর্নার থেকে ইকাঙ্গার হেড ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় শেখ রাসেল। পরের মিনিটে রুমনের দ্বিতীয় গোল লিগে দলটির চতুর্থ জয় নিশ্চিত করে।

এ জয়ের পর ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে শেখ রাসেল। ১০ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে একাদশ স্থানে ফেনী সকার।

শুক্রবার প্রথম ম্যাচে ল্যান্ডিং ডারবোর গোলে চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

১৫ ম্যাচে ২৫ পয়েন্ট লিগের শিরোপাধারীদের। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।