ল্যান্ডিংয়ের গোলে চট্টগ্রাম আবাহনীকে হারাল শেখ জামাল

চেনা মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে পেরে ওঠেনি চট্টগ্রাম আবাহনী। ল্যান্ডিং ডারবোর একমাত্র গোলে জিতে লিগের শিরোপা লড়াইয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2016, 12:11 PM
Updated : 18 Nov 2016, 02:48 PM

এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুল ইসলামকে ছাড়া খেলতে নামা শেখ জামাল ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ হারায়। ল্যান্ডিংয়ের ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলরক্ষক।

৬২তম মিনিটে ল্যান্ডিংয়ের দারুণ গোলেই এগিয়ে যায় শেখ জামাল। বাঁ দিক থেকে গাম্বিয়ার এই মিডফিল্ডারের বাঁকানো ফ্রি-কিক দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

পরের  মিনিটে জাহিদ হোসেনের শট পোস্টে লাগলে চট্টগ্রামের দলটির সমর্থকদের হতাশা আরও বাড়ে।

৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত শেখ জামাল। কিন্তু গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সের মধ্যে দ্রুত ঢুকে পড়া এমেকা ডারলিংটনের শট আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্টে লেগে ফিরে।

লিগে এটি শেখ জামালের সপ্তম জয়; চট্টগ্রাম আবাহনীর তৃতীয় হার। দুই দলের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল।

এই জয়ে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট হলো বর্তমান চ্যাম্পিয়নদের। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।