ঘরের মাঠে ফ্রান্সের হোঁচট

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা ফ্রান্স ঘরের মাঠে হোঁচট খেয়েছে। কোত দি ভোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2016, 11:16 PM
Updated : 15 Nov 2016, 11:17 PM

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বেলারুশের মাঠে হোঁচট খেলেও পরের তিন ম্যাচে টানা জয়ের আত্মবিশ্বাসে মঙ্গলবার রাতে খেলতে নামে ফরাসিরা। তাদের শেষ দুটি জয় নেদারল্যান্ডস ও সুইডেনের মতো শক্ত দলের বিপক্ষে।

প্রীতি ম্যাচ হওয়ায় অলিভিয়ে জিরুদ, লরাঁ কোসিয়েলনিসহ নিয়মিত প্রথম একাদশের কয়েক জনকে ছাড়া কোত দি ভোয়ার বিপক্ষে খেলতে নামে ফ্রান্স। চোট পাওয়ায় তারকা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান তো দলেই ছিলেন না।

দলের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে, প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি। আফ্রিকান দলটিও এই অর্ধে ইউরো রানার্সআপদের চমকে দিতে পারেনি। ফলে বিরতির আগে দুই গোলরক্ষকের কাউকেই বড় কোনো পরীক্ষা দিতে হয়নি।

দ্বিতীয়ার্ধে কিছুটা জমে ওঠা লড়াইয়ে ৬১তম মিনিটে সহজ সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু ছয় গজ বক্সের সামনে ফাঁকায় লুকাস দিনিয়ের ক্রস পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন বদলি মিডফিল্ডার মুসা সিসোকো।

৮৮তম মিনিটে ফেভারিটদের চমকে দেওয়ার সুযোগ পেয়েছিল কোত দি ভোয়া; গোলরক্ষক কস্তিলের নৈপুণ্যে বেঁচে যায় ফ্রান্স।

ওয়েম্বলিতে স্পেনের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ২-২ এ ড্র হয়েছে।

ইতালি ও জার্মানির মধ্যে দিনের আরেক প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।