জার্মানির বিপক্ষে প্রতিশোধ চায় ইতালি

ইউরোর কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাওয়ার কষ্ট এখনও তাড়া করে ইতালিয়ানদের। তাতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ অবশ্য পাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 03:48 PM
Updated : 14 Nov 2016, 03:48 PM

ইতালির নতুন কোচ জামপিয়েরো ভেনতুরা জানিয়েছেন, মঙ্গলবার জার্মানদের বিপক্ষে দলের সবাই প্রতিশোধের লক্ষ্যে মাঠে নামবে। ইউরোয় হারের পর এবারই প্রথম এই দুই দল মুখোমুখি হবে। 

বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ইতালির সান সিরোতে শুরু হবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি।

ভেনতুরার মতে, জুন-জুলাইয়ে হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ওই হারের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা দলের সবার মনে থাকাটা খুব স্বাভাবিক। অবশ্য যে কোনো মূল্যে জেতার চেয়ে দলের উন্নতিই তার মূল চাওয়া।

“ইউরোয় হারের পর দলের সবার মধ্যে প্রতিশোধের একটা চাওয়া অবশ্যই আছে। আমার বিশ্বাস, এটাই স্বাভাবিক। তবে ফলের চেয়ে পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ।”

“জার্মানি বিশ্বের সবচেয়ে গোছানো দল। তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য এটা ভালো ম্যাচ নয়, তবে আমি ভীত নই। আমরা ফুটবল খেলতে ও সবগুলো ম্যাচ জেতার চেষ্টা করব।”