আরামবাগকে রুখে দিল উত্তর বারিধারা

প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে রুখে দিয়েছে পয়েন্ট তালিকার তলানির দল উত্তর বারিধারা। দ্বিতীয় পর্বের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 11:36 AM
Updated : 14 Nov 2016, 12:06 PM

প্রথম পর্বে সাইফুল বারী টিটোর দল আরামবাগের কাছে ২-১ গোলে হেরেছিল উত্তর বারিধারা।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সোমবার ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আরামবাগ। মনসুর আমিনের বাড়ানো বল বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান সাজিদ।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় উত্তর বারিধারার। সতীর্থের ক্রস ডি বক্সের মধ্যে ফাঁকায় পাওয়ার পর সেন্টু চন্দ্র সেন দ্রুত এগিয়ে আসা গোলরক্ষকের গায়ে মারেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ দিতে থাকে উত্তর বারিধারা। ৫৩তম মিনিটে কামারা সাররার শট ফিরিয়ে আরামবাগের ত্রাতা মিতুল হাসান। কিন্তু পরের মিনিটে মিতুল আর পারেননি। সতীর্থের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার পর দুর্দান্ত এক বাইসাইকেল কিকে উত্তর বারিধারাকে সমতায় ফেরান কামারা-ই।

এ নিয়ে লিগে আট ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল আরামবাগ; ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ১১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে উত্তর বারিধারা।