জুনিয়র টেনিসে ওয়ান ও শারদা চ্যাম্পিয়ন

ঢাকায় আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের জিংগি ওয়ান। বালক একেকের সেরা হয়েছেন ভারতের রিসাব শারদা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 01:33 PM
Updated : 12 Nov 2016, 01:33 PM

বাংলাদেশ টেনিস ফেডারেশন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালিকা এককের ফাইনালে ভারতের কেশপ তানিশাকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে শিরোপা জেতেন জিংগি। বালক এককের ফাইনালে ভারতের রিসাব শারদা ৬-৪, ৭-৬ গেমে দক্ষিণ কোরিয়ার চ্যাং য়ু পার্ককে হারান।

বালক দ্বৈতের ফাইনালে ভারতের গুঞ্জন জাদেশ-সাচ্চি শর্মা জুটি ৪-৬, ৬-৪, ১০-৪ গেমে দক্ষিণ কোরিয়ার দিহান কিম-জংহান লি জুটিকে হারান।

যুক্তরাষ্ট্রের কেইটি লাফ্রান্স দক্ষিণ কোরিয়ার জি মিন পার্কের সঙ্গে জুটি গড়ে ১-৬, ৬-৪, ১০-২ গেমে চীনের ইউজিয়াও চে-জিংগি ওয়াং জুটিকে হারিয়ে বালিকা দ্বৈতের শিরোপা জিতেছেন।

আফরানা ইসলাম প্রীতির বালিকা এককের তৃতীয় রাউন্ডে ওঠা ১৮ বছরের কম বয়সীদের এই প্রতিযোগিতায় বাংলাদেশের কারো সেরা প্রাপ্তি। বালক এককের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন রুবেল হোসেন ও ফারুক হোসেন।

ডেভিস কাপে বাংলাদেশের হয়ে খেলা শিবু লালের মেয়ে রায়না লাল বালিকা এককের প্রথম রাউন্ডেই থেমে যান। যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন ১৩ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।

বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিংঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের ৫৯ জন বালক ও ৩৪ জন বালিকা মিলিয়ে মোট ৯৩ জন খেলোয়াড় অংশ নেয়।