‘ব্রাজিলের রক্ষণ চমকে দিয়েছে আর্জেন্টিনাকে’

আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের রক্ষণভাগের পারফরম্যান্সে মুগ্ধ মিরান্দা। নিরেট এই রক্ষণভাগের গড়ে দেওয়া ভিত্তির উপরই নেইমাররা চোখধাঁধানো আক্রমণাত্মক ফুটবল খেলতে পেরেছে বলে মনে করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 11:46 AM
Updated : 11 Nov 2016, 12:08 PM

ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে বেলো হরিজন্তেতে সফরকারী আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল।

ম্যাচ শেষে মিরান্দা জানান, ব্রাজিলের এই নিখুঁত রক্ষণের মূলে রয়েছে অনেক দিনের পরিশ্রম।

“জাতীয় দলের দিনের পর দিন কাজের পর আমরা ট্যাকটিক্যালি অনেক মনোযোগী আর আমরা মানুষকে বিস্মিত করি কারণ, আমাদের ভালো মানসম্পন্ন একটি রক্ষণভাগ আছে।”

নেইমার আর গাব্রিয়েল জেসুস সমৃদ্ধ আক্রমণভাগেরও প্রশংসা করেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা।

“আমাদের স্ট্রাইকারদের সম্পর্কে এমনকি মন্তব্য করারও প্রয়োজন নেই। তারা অন্য পর্যায়ের খেলোয়াড়। তারা খুব ভালো। তাই আমরা যদি এমন একটি দল পাই, যারা রক্ষণের দিক থেকে ভালো আমাদের আক্রমণভাগ সব কিছু সমাধান করে দেবে, যেমনটা আজকে ঘটেছে।”

“আর্জেন্টিনা অল্প কিছু সুযোগ পেয়েছিল কিন্তু আমরা জানতাম, ম্যাচটি কিভাবে ভালোভাবে বুঝতে হবে। আক্রমণের সঠিক সময় কোনটা তা আমরা জানতাম। আমরাও অনেক সুযোগ পেয়েছি।”