ব্রাজিলের কাছে হারটি বাউসার ক্যারিয়ারের অন্যতম কঠিন

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারটি নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা। তবে এর পরও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসিরা ইতিবাচক আছেন বলে উল্লেখ করেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 09:21 AM
Updated : 11 Nov 2016, 09:22 AM

বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া ম্যাচে ব্রাজিলের মাঠ বেলো হরিজন্তে থেকে ৩-০ গোলে হেরে আসে আর্জেন্টিনা। ব্রাজিলের গোল তিনটি করেন ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়ো। টানা ৪ ম্যাচ জয়হীন আর্জেন্টিনা ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকায় তাদের বিশ্বকাপ বাছাইপর্ব পার হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।

ম্যাচ শেষে বাউসা বলেন, “এটা আমার ক্যারিয়ারে কঠিনতম হারগুলোর একটি। আমরা খুব ভালো খেলছিলাম। একটা ভুলের কারণে প্রথম গোলটি খেয়েছি আমরা, কিন্তু আমি মনে করি, সবচেয়ে বড় সমস্যা হয়েছে দ্বিতীয় গোলটিতে।”

“তবে আমাদের ইতিবাচক থাকতে হবে।”

বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচে দেশের মাটিতে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।