আলবের্তোকে জয় উৎসর্গ ব্রাজিলের

দেশের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া জয়টি বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কার্লোস আলবের্তোকে উৎসর্গ করেছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 08:31 AM
Updated : 11 Nov 2016, 08:34 AM

গত অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারা যাওয়ার পর এই প্রথম খেলতে নামে ব্রাজিল। বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় তিতের শিষ্যরা।

২৫তম মিনিটে ফিলিপে কৌতিনিয়ো দলকে এগিয়ে দেওয়ার পর লক্ষ্যভেদ করেন নেইমার ও পাওলিনিয়ো।

ম্যাচ শেষে তিতে সাংবাদিকদের বলেন, “আমরা এই জয় কার্লোস আলবের্তোকে উৎসর্গ করছি। আমি যেমনটা ভেবেছিলাম শুরুটা তার চেয়ে ভালো ছিল। ‘টিম স্পিরিট’ দেখাতে আমি ম্যাচের আগের বক্তব্য কার্লোস আলবের্তোর গোলের একটি ছবি দিয়ে শেষ করেছিলাম।”

“আমরা জানতাম, ম্যাচে আর্জেন্টিনা যখন ভালো খেলেছিল তখন কিভাবে সমস্যা কাটিয়ে উঠতে আর উন্নতি করতে হতো। দল প্রতিদিনই উন্নতি করছে।”

এই জয়ের পর ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর বাছাইপর্বে টানা ৪ ম্যাচ জয়হীন থাকা আর্জেন্টিনা ১৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। 

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।

বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় সোয়া আটটায় লিমায় পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।