‘২০০৯ থেকে প্রতি বছরই ব্যালন ডি’অর মেসির প্রাপ্য’

সেভিয়ার বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্সে মুগ্ধ জেরার্দ পিকে। বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডের ২০০৯ সাল থেকে প্রতি বছরই ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল বলে মনে করেন তার ক্লাব সতীর্থ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 04:08 PM
Updated : 7 Nov 2016, 04:08 PM

সেভিয়ার মাঠ থেকে রোববার রাতে মেসির নৈপুণ্যে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে পিছিয়ে পড়া বার্সেলোনাকে ৪৩তম মিনিটে সমতায় ফেরান মেসি। এর পর লুইস সুয়ারেসের করা জয়সূচক গোলটিতে সহায়তা করেন আর্জেন্টিনার এই তারকা।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মেসির এই পারফরম্যান্সের প্রশংসা করেন কাতালান ক্লাবটির ডিফেন্ডার পিকে। 

“ব্যালন ডি'অর যদি বিশ্বের সেরা খেলোয়াড়কে দেওয়া হয়ে থাকে, তাহলে ২০০৯ সাল থেকে প্রতি বছর এটি লিওর জেতার কথা। সে অন্য মাত্রার।”

সেভিয়ার বিপক্ষে মেসির গোলটি ছিল বার্সেলোনার হয়ে সব ধরনের ম্যাচ মিলিয়ে ৫০০তম। এর মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে তার গোল ৪৬৯টি।