ইতালি দলে ফিরলেন মার্কিসিও, জাজা, ইনসিনিয়ে

ইতালি দলে ফিরেছেন ক্লাওদিও মার্কিসিও, সিমোনে জাজা ও লরেন্সো ইনসিনিয়ে। চলতি মাসে লিখটেনস্টাইন ও জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য এই তিন জনকে দলে ডেকেছেন কোচ জামপিয়েরো ভেনতুরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2016, 11:52 AM
Updated : 6 Nov 2016, 11:52 AM

গত এপ্রিলে সেরি আতে পালের্মোর বিপক্ষে ম্যাচ খেলার সময় চোট পাওয়ায় ২০১৬ সালের ইউরোতে খেলতে পারেননি মার্কিসিও। সম্প্রতি পুরো সুস্থ হয়ে উঠেছেন ইউভেন্তুসের এই মিডফিল্ডার।

চলতি মৌসুমে কেবল দুটি ম্যাচে ইউভেন্তুসের শুরুর একাদশে খেলেন মার্কিসিও। তবে এই দুই ম্যাচে ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে ওটুকু দেখেই সন্তুষ্ট ভেনতুরা।

ইউরোর কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচে গুরুত্বপূর্ণ পেনাল্টি থেকে গোল করতে পারেননি জাজা। সেই থেকে আর ইতালি দলে ডাক পাননি গত অগাস্টে ইউভেন্তুস থেকে ধারে ওয়েস্ট হ্যামে খেলতে যাওয়া এই ফরোয়ার্ড।

লিখটেনস্টাইনের মাঠে আগামী শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচটি খেলবে ইতালি। তিন দিন পর প্রীতি ম্যাচে নিজেদের মাঠে জার্মানির মুখোমুখি হবে ভেনতুরার দল।