সমালোচিত নেইমারের পাশে ফিগো

ম্যাচে নেইমারের নানা রকমের কারিকুরি দেখানো নিয়ে অনেকেই সমালোচনা করে আসছেন। তবে বার্সেলোনার ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাশে পাচ্ছেন ক্লাবটির সাবেক তারকা লুইস ফিগোকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2016, 11:56 AM
Updated : 5 Nov 2016, 11:56 AM

নেইমার তার খেলার ধরন দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের তাকে ফাউল করতে প্ররোচিত করেন বলে অনেক দিন ধরেই সমালোচনা হচ্ছে। গত ২২ অক্টোবর বার্সেলোনার কাছে হেরে যাওয়ার পর দলটির খেলোয়াড়দের উপর বোতল ছুড়ে মেরেছিল ভালেন্সিয়ার সমর্থকরা। নেইমার তাদের প্ররোচিত করেছিলেন বলে কেউ কেউ অভিযোগ করেছিলেন।

২০০০ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর বার্সেলোনায় খলনায়কে পরিণত হওয়া ফিগো মনে করেন, নেইমারের আচরণে কোনো সমস্যা নেই।

স্পেনের রেডিও কাদেনা কোপেকে পর্তুগালের সাবেক অধিনায়ক বলেন, “এটাই নেইমারের খেলার ধরন। এটা যদি কাউকে বিরক্ত করে, সেটা তাদের সমস্যা।”

“সে সেরা হওয়ার চেষ্টা করছে, এটাই ফুটবল আর এটাই তার খেলার ধরন।”

লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া 'এমএসএন' নামে পরিচিত বার্সেলোনার আক্রমণত্রয়ীর সঙ্গে রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদোর (বিবিসি) তুলনা করতে রাজি হননি ফিগো। তবে এমএসএন ত্রয়ীর প্রশংসা করেন ইন্টার মিলানের সাবেক এই ফরোয়ার্ড।

“তারা তিনজন অসাধারণ খেলোয়াড়। তারা সবাই দারুণ, বিশ্বের সেরা খেলোয়াড়দের কয়েকজন তারা।”

“আমি তাদের ফুটবল উপভোগ করি, যেমনটা আমি সব ভালো খেলোয়াড়েরটাই করি। যদিও আমি তাদের বিবিসির সঙ্গে তুলনা করব না।”