শিষ্যদের মনোযোগের ঘাটতিতে ক্ষুব্ধ মরিনিয়ো

ফেনেরবাচের কাছে হেরে যাওয়ার পেছনে খেলোয়াড়দের মনোযোগের ঘাটতিকেই দায়ী করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 11:07 AM
Updated : 4 Nov 2016, 11:07 AM

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে হেরে আসে ইউনাইটেড। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ফেনেরবাচে ও ফেইনুর্ডের পয়েন্ট ৭ করে। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে মরিনিয়োর দল।

নিজেদের মাঠে ৬৫তম সেকেন্ডেই এগিয়ে যায় ফেনেরবাচে। ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। শেষ মুহূর্তে ওয়েইন রুনির গোলে হারের ব্যবধান কমাতে পারে ইউনাইটেড। 

ম্যাচ শেষে মরিনিয়ো বিটি স্পোর্টকে বলেন, “আমি মনে করি, জয় তাদের প্রাপ্য ছিল। ফুটবল শুধু খেলোয়াড়দের মানের বিষয় নয়, এটা প্রচেষ্টা, নিবেদন, সাধ্য অনুযায়ী খেলা, সর্বস্ব বিলিয়ে দেওয়ার ব্যাপারও।”

“তাই আমি মনে করি জয় তাদের প্রাপ্য ছিল। দুই মিনিট পর গোল খাওয়া একটি দল প্রস্তুত নয়, মানসিক দিক থেকে প্রস্তুত নয়, মনোযোগী নয়।”
 
দুই দলের মানসিকতায় বিস্তর পার্থক্য ছিল বলেও উল্লেখ করেন মরিনিয়ো। 

“মনে হচ্ছিল তারা (ফেনেরবাচে) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছিল আর আমরা খেলছিলাম গ্রীষ্মের প্রীতি ম্যাচ।”

তবে গ্রুপ পর্ব উতরানো নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন মরিনিয়ো। 

“এটা আমাদের উপর নির্ভর করে। আমাদের পরের দুটি ম্যাচ জিতলে আমরা উতরে যাব।”