রোনালদোদের ঐকান্তিকতার অভাব দেখছেন জিদান

এগিয়ে গিয়েও লেগিয়া ওয়ারসর সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ার পেছনে খেলোয়াড়দের ঐকান্তিকতার অভাবকেই দায়ী করছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 10:27 AM
Updated : 3 Nov 2016, 12:21 PM

প্রতিপক্ষের মাঠে গ্যারেথ বেল আর করিম বেনজেমার গোলে ৩৫ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে নাটকীয়তায় ভরা লড়াইয়ে উল্টো হারের শঙ্কা জাগে রিয়াল শিবিরে। শেষ পর্যন্ত অবশ্য ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়তে পারে তারা

ম্যাচ শেষে জিদান বিন স্পোর্টসকে বলেন, “এটা অদ্ভুত এক ম্যাচ ছিল, আমরা যা করতে চেয়েছিলাম তা করতে পারিনি। সব কিছুতেই সামান্য অভাব ছিল আমাদের, বিশেষ করে ঐকান্তিকতায়।”

“আপনি যখন ২-০ ব্যবধানে এগিয়ে যাবেন তখন আপনাকে আরেকটু বেশি ভাবতে হবে আর দল হিসেবে আরেকটু বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এটা করিনি, আমরা তাদের বেশি জায়গা পেতে দিয়েছি।”

চার রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ফেলেছে বরুসিয়া ডর্টমুন্ড। স্পোর্তিংয়ের পয়েন্ট ৩। চতুর্থ স্থানে থাকা লেগিয়ার পয়েন্ট ১।