চ্যাম্পিয়ন্স লিগে লেস্টারের অনন্য রেকর্ড

এফসি কোপেনহেগেনের বিপক্ষে জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম চার ম্যাচে গোল না খাওয়া প্রথম ক্লাব হয়ে গেছে লেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 08:12 AM
Updated : 3 Nov 2016, 08:55 AM

জিতলেই শেষ ষোলো নিশ্চিত হতো লেস্টারের। কিন্তু কোপেনহেগেনের মাঠ থেকে বুধবার রাতে গোলশূন্য ড্র করে ফেরে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

আক্রমণভাগের খেলোয়াড়রা ব্যর্থ হলেও রক্ষণের দৃঢ়তায় অনন্য রেকর্ডটি গড়তে পারে ক্লাওদিও রানিয়েরির দল। শেষ মুহূর্তে অসাধারণ একটি সেভ করে এতে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক কাসপের স্মাইকেল।

নকআউট পর্বে ওঠার অপেক্ষা বাড়লেও ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে লেস্টার। বুধবার রাতে ক্লাব ব্রুগেকে ১-০ গোলে হারানো এফসি পোর্তো ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৫ পয়েন্ট পাওয়া কোপেনহেগেনেরও গ্রুপ পর্ব পেরুনোর আশা বেঁচে আছে।