বার্সার উপর ছড়ি ঘোরাতে পারার আনন্দ সিটিতে

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি নিয়ন্ত্রণ করে জেতার আনন্দে ভাসছেন ম্যানচেস্টার সিটির দুই গোলদাতা ইলকাই গিনদোয়ান ও কেভিন ডি ব্রুইন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 10:17 AM
Updated : 2 Nov 2016, 10:17 AM

নিজেদের মাঠ ইতিহাদে মঙ্গলবার রাতে ম্যাচের ২১তম মিনিটে পিছিয়ে পড়া সিটি বার্সেলোনাকে ৩-১ গোলে হারায়। সিটিকে জেতাতে জোড়া গোল করেন জার্মানির মিডফিল্ডার গিনদোয়ান। দলের বাকি গোলটি করেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইন।

ম্যাচ শেষে গিনদোয়ান বিটি স্পোর্টকে বলেন, “শুরুতে আমরা একটু নার্ভাস ছিলাম, বিশেষ করে প্রথম ২০ অথবা ৩০ মিনিট। কিন্তু এর পর, গোলটির (সমতাসূচক গোল) পর আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আর দ্বিতীয়ার্ধ ছিল অসাধারণ।”

“দ্বিতীয়ার্ধে আমরা বার্সার উপর ছড়ি ঘুরিয়েছি আর গোলের সুযোগ বেশি পেয়েছি।”

বার্সেলোনাকে হারানোর রাতটি সিটির জন্য অবিস্মরণীয় বলে জানান গিনদোয়ান।

“আমাদের দলের দিক থেকে এটা অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল আর এটা প্রত্যেকের জন্য ছিল অসাধারণ এক রাত।”

গিনদোয়ানের সঙ্গে কণ্ঠ মেলান ডি ব্রুইন।

“স্পষ্টতই আমাদের জন্য বড় এক ম্যাচ ছিল এটি। আমরা জানতাম, আমরা চাপে ছিলাম। শুরুতে এটা কঠিন ছিল, আমরা কিছু ভুল করেছি, কিন্তু আমি মনে করি দ্বিতীয়ার্ধ খুব ভালো ছিল এবং এটা আমাদের প্রাপ্য। আমি মনে করি না বার্সা খুব বেশি সুযোগ তৈরি করতে পেরেছে আর শেষ পর্যন্ত জয়টি আমাদের প্রাপ্য ছিল।”