রাউলকে ছাড়িয়ে মেসির গোলের রেকর্ড

ম্যানচেস্টার সিটির বিপক্ষে লক্ষ্যভেদ করে রাউল গনসালেসকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 08:12 AM
Updated : 2 Nov 2016, 11:12 AM

সিটির মাঠ ইতিহাদ থেকে মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচটি ৩-১ গোলে হেরে আসে বার্সেলোনা। প্রতিআক্রমণ থেকে দারুণ এক গোলে কাতালান ক্লাবটিকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

বার্সেলোনার ডি-বক্সের কাছ থেকে শুরুটা করেন মেসি নিজেই। বাঁয়ে নেইমারকে লম্বা পাস দিয়ে এগিয়ে যান প্রতিপক্ষের ডি-বক্সের দিকে। এরপর নেইমারের ফেরত পাঠানো বল নিয়ন্ত্রণ নিতে নিতেই ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জালে পাঠিয়ে দেন। 

ক্লাব ফুটবলে ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় গ্রুপ পর্বে মেসির গোল এখন ৫৪টি। রিয়াল মাদ্রিদ ও শালকে জিরো ফোরের হয়ে ৫৩টি গোল করেছিলেন স্পেনের সাবেক ফরোয়ার্ড রাউল।