‘মেসি-সুয়ারেসের মানের আগুয়েরো’

সের্হিও আগুয়েরোর প্রতি আস্থার কমতি নেই পেপ গুয়ার্দিওলার। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে ডি-বক্সে লিওনেল মেসি, লুইস সুয়ারেসের মতো মানের বলে মনে করেন কোচ। তিনি কেবল চান, বিশ্বাসটা যেন তার শিষ্যের মধ্যেও থাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2016, 09:24 AM
Updated : 31 Oct 2016, 09:24 AM

নিজেদের মাঠে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার মুখোমুখি হবে সিটি।  আগের ম্যাচে ক্যাম্প নউ থেকে ৪-০ গোলের হার নিয়ে ফিরেছিল গুয়ার্দিওলার দল।

বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ সামনে রেখে চলতি মৌসুমে সব মিলিয়ে ১৩ গোল করা আগুয়েরোকে নিয়ে কথা বলেন গুয়ার্দিওলা।

“বক্সের মধ্যে সে ওই পর্যায়ের (মেসি-সুয়ারেসের)- আগুয়েরোকে এটা উপলব্ধি করতে হবে।”

নিজের কোচিং ক্যারিয়ারে পাওয়া শিষ্যদের মধ্যে আগুয়েরো ‘অন্যতম সেরা’ উল্লেখ করে গুয়ার্দিওলা বলেন, “ভালো খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের এবং সের্হিও তাদের মধ্যে অন্যতম সেরা। কিন্তু তাকে বোঝাতে হবে, সে কতটা ভালো এবং তাকে আমাদের কতটা প্রয়োজন সেটাও তাকে বিশ্বাস করতে হবে।”

“তাকে চেষ্টা করতে হবে। সে কত গোল করল সেটা বিষয় নয়; কেননা, তার গোল করা নিয়ে আমরা খুশি। সে যদি গোল না করে, বিষয়টা এমন না যে, আমি তাকে নিয়ে, তার আচরণ, শরীরী ভাষা নিয়ে অখুশি।”