জাতীয় টেনিসে অমল, ঈশিতা সেরা

জাতীয় ও আন্ত:ক্লাব টেনিসের পুরুষ এককে সেরা হয়েছেন অমল রায়। দ্বিমুকুট জিতে এবারের প্রতিযোগিতা শেষ করেছেন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের এই খেলোয়াড়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 06:37 PM
Updated : 30 Oct 2016, 06:38 PM

মেয়েদের এককে সেরা হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ঈশিতা আফরোজ।

রোববার পুরুষ এককের ফাইনালে ৬-১, ৭-৬ গেমে পাবনার স্যামসন এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন অমল। পরে রঞ্জন রামের সঙ্গে জুটি গড়ে ৬-৩, ৬-২ গেমে আরিফ হোসেন-মিলন হোসেন জুটিকে হারিয়ে পুরুষ দ্বৈতের শিরোপাও জেতেন তিনি।

মহিলা এককের ফাইনালে বিকেএসপির ঈশিতা ৬-৩, ৬-৪ গেমে নিজ দলের আফরানা ইসলাম প্রিতীকে হারান।

বাংলাদেশ টেনিস ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৪ বছর বিভাগের বালক এককে বিকেএসপির সৈকত শাহরিয়ার এবং বালিকা বিভাগে একই দলের পপি আক্তার সেরা হয়েছেন।

১২ বছর বয়সীদের বালক এককে বিকেএসপির রৌদ্র এবং মেয়েদের এককে ব্রাহ্মণবাড়িয়া ডিএসএর মাসফিয়া আফরিন চ্যাম্পিয়ন হয়েছে।

গুলশান ইয়ুথ ক্লাবের জাইর আজরাফ পাশা ও এনটিসির ফাতেমা তাবাস্সুম তুলতুল যথাক্রমে বালক ও বালিকাদের অনূর্ধ্ব-১০ এককের সেরা হয়েছে।

৮ বছর বিভাগের বালক ও বালিকা এককে সেরা যথাক্রমে নওগাঁর রিয়ান শেখ ও জেশাইয়ান মুকতারা রাইকা।

গুলশান ইয়ুথ ক্লাব ২-০ ব্যবধানে নওগাঁ টেনিস ক্লাবকে হারিয়ে আন্ত:ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।