যেভাবেই জয় আসুক, খুশি এনরিকে

লুইস এনরিকের কাছে জয়ই মুখ্য, তা যেভাবেই আসুক না। পুঁচকে গ্রানাদাকে কষ্টে হারানোর পরও তাই খুশি বার্সেলোনার কোচ। তার কাছে, মূল্যবান তিনটি পয়েন্ট পাওয়াই মুখ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 01:11 PM
Updated : 30 Oct 2016, 01:47 PM

শনিবার রাতে ঘরের মাঠ কাম্প নউতে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির বিপক্ষে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জেতে কাতালান ক্লাবটি।
 
চোটের কারণে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাসহ বেশ কয়েকজনকে বাইরে রেখে খেলতে নামা বার্সেলোনা নিজেদের স্বাভাবিক ছন্দময় ফুটবল উপহার দিতে পারেনি। গোলের সামনে ব্যর্থ ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমার। দ্বিতীয়ার্ধে দলকে জেতানো গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়া।
 
ম্যাচ শেষে এনরিকে সাংবাদিকদের বলেন, "বলের পেছনে ১০ জন রাখা একটি দলকে হারানো সব সময়ই কঠিন। আমি তিন পয়েন্ট পেয়ে খুশি। উন্নতির পরিকল্পনায় লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে আমরা সঠিক পথেই এগোচ্ছি।"
 

শিষ্যরা নিজেদের মেলে ধরতে না পারায় এটা নিজেদের সেরা দিন ছিল না বলে মনে করেন এনরিকে। তারপরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি তিনি। আর প্রত্যেক ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জয় পাওয়া যায় না বলেও জানান এই স্প্যানিশ কোচ। 
"আমি বিশাল ব্যবধানে জিততে চাইতাম কিন্তু সব ম্যাচে এটা করতে পারবেন না আপনি।"