রোনালদো উদ্বিগ্ন নয়: জিদান

লা লিগায় সাম্প্রতিক গোল-খরা নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদো উদ্বিগ্ন নন বলেই জানিয়েছেন জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 01:33 PM
Updated : 28 Oct 2016, 01:33 PM

আলাভেসের মাঠে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লা লিগায় নিজেদের পরের ম্যাচটি খেলতে নামবে রিয়াল। স্পেনের সর্বোচ্চ প্রতিযোগিতায় সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি গোল নিয়ে আলাভাসের বিপক্ষে খেলতে যাচ্ছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড রোনালদো।

আলাভেসের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমি তাকে হতাশ হতে দেখেছি কিন্তু এটা স্বাভাবিক। সে গোল করতে চায়, তাই এটা স্বাভাবিক যে সে হতাশ হবে; কিন্তু আমি মনে করি না সে আদৌ উদ্বিগ্ন।”

“সে অনন্য, সে যা অর্জন করেছে তা অনন্য। সে খুব অসাধারণ খেলেছে আর অনেক গোল করেছে। সে যখন গোল করে না, মানুষ এর অন্য অর্থ খোঁজা শূরু করে; কিন্তু সে প্রতিভাবান।”

রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো জেতা রোনালদোই এবার ব্যালন ডি’অর জিতবে বলে মনে করেন জিদান।

“আপনি যদি বছরটির পেছনের দিকে ফিরে তাকান আর ক্রিস্তিয়ানোর অর্জন দেখেন, এটা অসাধারণ। শুধু ব্যক্তিগত দিক থেকেই নয়, রিয়াল আর দেশের হয়ে ২০১৬ সালে সে যা অর্জন করেছে তা দারুণ।”

“আমাকে আগেও এক দিন এই প্রশ্ন (ব্যালন ডি’অর নিয়ে) করা হয়েছিল আর আমি বলেছিলাম পরিষ্কারভাবে ব্যালন ডি’অর জয় তার প্রাপ্য।”