‘হিগুয়াইন এখন বিশ্বের সেরা স্ট্রাইকার’

গনসালো হিগুয়াইনকে এখন বিশ্বের স্ট্রাইকার বলে মনে করেন পাভেল নেদভেদ। চেক প্রজাতন্ত্রের সাবেক তারকা মনে করেন, আর্জেন্টিনার এই ফরোয়ার্ড শিগগিরই ইউভেন্তুসে মূল খেলোয়াড়ে পরিণত হবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 04:14 PM
Updated : 26 Oct 2016, 04:14 PM

চলতি মৌসুম শুরুর আগে নাপোলি থেকে ৯ কোটি ইউরোতে হিগুয়াইনকে দলে নেয় ইউভেন্তুস। দলটির হয়ে ১২ ম্যাচ খেলে ৭ গোল করেন হিগুয়াইন। তবে তার কাছে সমর্থকদের চাওয়া আরও বেশি।

ইউভেন্তুসের সাবেক খেলোয়াড় এবং বর্তমানের পরিচালক নেদভেদের বিশ্বাস শিগগিরই আরও ভালো ফুটবল উপহার দেবেন হিগুয়াইন।

“একজন চ্যাম্পিয়নের জন্য নতুন ক্লাবে মাটি খুঁজে পাওয়াটা সহজ নয়। প্রথম দিকে লড়াই করতে হয়েছে এমন খেলোয়াড়ের উদাহরণ অনেক আছে।”

“আমরা হিগুয়াইনকে নিয়ে অনেক খুশি। সে বিশ্বের সেরা স্ট্রাইকার। তার নিবেদন উদাহরণ দেওয়ার মতো। তাকে চুক্তিবদ্ধ করে আমরা ভালো সিদ্ধান্ত নিয়েছি। সময় আমাদের ঠিক প্রমাণ করবে।”