তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে বার্সার ম্যাতিউ

চোটে পড়া ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাতিউকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 03:15 PM
Updated : 26 Oct 2016, 03:15 PM

তাররাগোনায় মঙ্গলবার রাতে কাতালুনিয়ান সুপারকাপে এসপানিওলের কাছে ১-০ গোলে হারা ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের সেন্টার-ব্যাক ম্যাতিউ।
 
বুধবার বেশ কয়েকটি পরীক্ষা করানোর পর বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ডান পায়ের পেছনের একটি পেশিতে চোট পাওয়ায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ম্যাতিউকে।
 
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬টি ম্যাচ খেলে একটি গোল করেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার।
 
নিজেদের মাঠ কাম্প নউতে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ম্যাতিউ। সেই ম্যাচে চোট পেয়েছিলেন দুই ডিফেন্ডার জেরার্দ পিকে ও জর্দি আলবা। পিকেকে তিন সপ্তাহ আর আলবাকে দুই সপ্তাহর জন্য মাঠের বাইরে থাকতে হবে।
 
চোটের কারণে গত সেপ্টেম্বরে লা লিগায় আলাভেসের কাছে হেরে যাওয়া ম্যাচের পর আর মাঠে নামেননি বার্সেলোনার রাইট-ব্যাক আলেইশ ভিদাল।
 
লা লিগায় আগামী শনিবার গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে খেলার জন্য কেবল দুজন সেন্ট্রাল ডিফেন্ডার প্রস্তুত আছে বার্সেলোনার-আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো আর ফ্রান্সের সামুয়েল উমতিতি।