হারের পর সমালোচনায় পাত্তা দিচ্ছেন না এনরিকে

লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারসহ তারকা খেলোয়াড় ছাড়া কাতালুনিয়া সুপারকাপে খেলতে নেমে এসপানিওলের কাছে হারায় সমালোচনার মুখে পড়েছেন লুইস এনরিকে। তবে দল নির্বাচন নিয়ে ওঠা এই সমালোচনা পাত্তা দিচ্ছেন না বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 10:41 AM
Updated : 26 Oct 2016, 10:41 AM

কাতালুনিয়ার তাররাগোনায় মঙ্গলবার রাতে এসপানিওলের কাছে ম্যাচে ১-০ গোলে হারা ম্যাচে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ‘বি’ দল থেকে বেশ কয়েকজন তরুণকে খেলান এনরিকে। বার্সেলোনার মূল দলের আর্দা তুরান, দেনিস সুয়ারেস, আন্দ্রে গোমেস, জেরেমি ম্যাতিউ, পাকো আলকাসের ও জর্দি মাসিপ কেবল এই ম্যাচে খেলেন।

ম্যাচ শেষে এনরিকে দল নির্বাচন নিয়ে বলেন, “এটা সব ধরনের সমালোচনায় ভরা একটি বিশ্ব; গঠনমূলক, ধ্বংসাত্মক, করুণ সমালোচনা…। আমাকে প্রথমে আমার দল নিয়ে ভাবতে হবে। কঠিন সূচি আমাদের।”

“আমি সমালোচনা মেনে নিচ্ছি, কিন্তু আমার কাছে দলের জন্য যেটা সেরা মনে হয়েছে সেই সিদ্ধান্তই আমি নিয়েছি।”

হেরে গেলেও শিষ্যদের খেলায় মুগ্ধ এনরিকে।

“আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল। পুরো সময় আমাদের কাছে বল ছিল আর বলের দখলও আমাদের ছিল। এসপানিওল একটি মাত্র বিপজ্জনক মুহূর্ত তৈরি করে তা থেকে গোল করেছে।”