বর্ষসেরা কোচের পুরস্কার নিয়ে এনরিকের মজা

গত মৌসুমে বার্সেলোনাকে শিরোপা জেতালেও লা লিগার বর্ষসেরা কোচের পুরস্কারের সেরা তিন জনের মধ্যে ছিলেন না লুইস এনরিকে। এ নিয়ে অবশ্য কোনো মাথা ব্যথা নেই বার্সেলোনা কোচের। বিষয়টি নিয়ে মজা করে তিনি জানিয়েছেন, স্পেনের ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার ২০ জন কোচের মধ্যে থাকবেন তিনি!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 09:40 AM
Updated : 26 Oct 2016, 09:40 AM

গত সোমবার ভালেন্সিয়াতে হওয়া অনুষ্ঠানে বর্ষসেরা কোচের পুরস্কারটি জেতেন তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করা আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

এসপানিওলের বিপক্ষে গত মঙ্গলবার কাতালুনিয়া সুপারকাপে বার্সেলোনা হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এনরিকের বর্ষসেরা কোচের পুরস্কার নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

৪৬ বছর বয়সী এনরিকে বলেন, “এটা খুব ভালো প্রশ্ন। আমি বিশ্বাস করি, আমি সেরা ২০ কোচের মধ্যে আছি। কারণ, প্রিমেরা ডিভিশনে ২০ জন কোচই আছেন।”

“আমি নিমন্ত্রণ পাইনি, কিন্তু আপনারা জানেন, আমি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে যাই না।”

এনরিকের কাছে বর্ষসেরার এই পুরস্কারের খুব একটা গুরুত্বও নেই।

“যাই হোক, আমি মনে করি না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। মূল বিষয় হচ্ছে স্পেনের ফুটবলের উন্নয়ন আর পরিচালকদের এটাতেই মনোযোগ দেওয়া উচিত।”