রাশিয়া বিশ্বকাপের মাসকট নেকড়ে জাবিভাকা

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে নেকড়ে ‘জাবিভাকা’কে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 09:31 AM
Updated : 22 Oct 2016, 10:19 AM

এক মাস ধরে চলা ভোটাভুটিতে নেকড়ে পেয়েছে ৫৩ শতাংশ ভোট। বাঘ ২৭ শতাংশ ও বিড়াল ২০ শতাংশ ভোট পেয়েছে।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে মাসকট জাবিভাকাকে আকর্ষণীয়, আত্মবিশ্বাসী ও সামাজিক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে কি না সবসময় একজন ফুটবল তারকা হয়ে উঠতে চায়।

রাশিয়ার ক্রীড়া মন্ত্রী ভিতালি মুতকো বলেন, “আমি নিশ্চিত ২০১৭ সালের ফিফা কনফেডারেশন্স কাপ ও ২০১৮ সালের বিশ্বকাপের সমর্থকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পাবে জাবিভাকা।”

ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো বলেন, “মাসকটরা খুব ভালো দূত হয় এবং তারা স্টেডিয়ামে অনেক আনন্দ বয়ে আনে।”