মেসিকে আটকানোর ‍সূত্র জানা নেই বার্সা কোচেরও

আগের দিনই ভালেন্সিয়া কোচ চেজারে প্রানদেল্লি জানিয়েছিলেন, লিওনেল মেসিকে আটকানোর সূত্র তার জানা নেই। প্রানদেল্লির কথায় এবার সুর মেলালেন লুইস এনরিকে। বার্সেলোনা কোচও মনে করেন, ছন্দময় মেসিকে কিভাবে থামাতে হবে, তা কেউ জানে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 09:02 AM
Updated : 22 Oct 2016, 09:02 AM

শনিবার রাত সোয়া ৮টায় ভালেন্সিয়ার মাঠে লা লিগার ম্যাচ খেলতে যাবে বার্সেলোনা। এ ম্যাচের আগে প্রানদেল্লির মতো এনরিকেও আর্জেন্টিনা ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ হন।

এ মৌসুমে খেলা ১০ ম্যাচে ১২ গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে ছয় গোল করিয়েছেন মেসি। এর মধ্যে চার গোল করেছেন কদিন আগে চোট কাটিয়ে সেরে ওঠার পর খেলা দুই ম্যাচে।

লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে নামার আগের দিন চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির জালে হ্যাটট্রিক করা মেসিকে নিয়ে মুগ্ধতার কথা জানান এনরিকে।

“যদি লিও তার পর্যায়ে থাকে, তাকে থামানোর সমাধানটা খুঁজে পাওয়া ভীষণ কঠিন। আমরা এখনও কাউকে সমাধানটা খুঁজে পেতে দেখিনি।”

কিছু দিন আগে ভালেন্সিয়ার দায়িত্ব নিয়েছেন প্রানদেল্লি। তার অধীনে দলটিকে সমীহ করার কথা জানান এনরিকে।

“তাদের অবস্থা খুব বেশি ইতিবাচক নয় কিন্তু তাদের খেলোয়াড়দের মেধা সব সময়ই বিষয়গুলো কঠিন করে তুলতে পারে।”

“প্রতিপক্ষের মাঠে খেলা সবসময়ই কঠিন। মেস্তায়ায় (ভালেন্সিয়ার মাঠ) তারা নিজেদের সমর্থকদের সমর্থন পাবে, এটা সব সময়ই কঠিন। কোনো সহজ ম্যাচের কথা আমি মনে করতে পারি না।”