মেসিকে সমীহ করেই বার্সাকে হারানোর স্বপ্ন প্রানদেল্লির

লিওনেল মেসিকে ঠিকই সমীহ করছেন চেজারে প্রানদেল্লি। মানছেন, বার্সেলোনা ফরোয়ার্ডকে আটকানোর কোনো সূত্র নেই। তারপরও বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে জয়ের স্বপ্ন দেখছেন ভালেন্সিয়ার এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 04:08 PM
Updated : 21 Oct 2016, 04:09 PM

আগামী শনিবার নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে নামবে ভালেন্সিয়া। লিগে গত এপ্রিলে দুই দলের সর্বশেষ দেখায় কাম্প নউ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল প্রানদেল্লির দল। আর নিজেদের মাঠে সর্বশেষ ২০০৭ সালের কোপা দেল রের ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছিল তারা।
 
চোট কাটিয়ে ফেরার পর বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
 
ছন্দে থাকা মেসির প্রশংসায় পঞ্চমুখ হওয়া প্রানদেল্লি নিজেদের মাঠে বার্সেলোনাকে হারানোর লক্ষ্যের কথা জানান।
 
“মেসি হলো ফুটবল ফ্যান্টাসি। তার সবই আছে। মেসির বিপক্ষে খেলাটা সম্মানের।”
 
“মেসিকে থামানোর কোনো সূত্র নেই। সে অসাধারণ। আমি ঘুমাব এবং ম্যাচের জন্য প্রস্তুতি নেব। যখন আপনি স্বপ্ন দেখবেন, বড়টাই দেখবেন; সবসময় জয়ের স্বপ্নটাই দেখবেন।”
 
বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি কঠিন হবে জানিয়ে প্রানদেল্লি বলেন, “যখন আপনি বার্সেলোনার মতো দলের মুখোমুখি হবেন, আপনি জানেন, আপনি ভুগতে যাচ্ছেন। কিন্তু ম্যাচের সময় আপনাকেও জানতে হবে কিভাবে তাদের ভোগাবেন।”