বার্সায় ২০২১ সাল পর্যন্ত থাকবেন নেইমার

দিন-ক্ষণ আগেই ঠিক ছিল। ঘোষণা অনুযায়ীই শুক্রবার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিতে সই করেছেন নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 04:06 PM
Updated : 21 Oct 2016, 04:08 PM

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর দিয়েছে বার্সেলোনা। এর আগে সোমবার কাতালান ক্লাবটি শুক্রবার চুক্তি হবে বলে জানিয়েছিল।

নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ব্রাজিলিয়ান তারকা।

২০১৩ সালে কাম্প নউয়ে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫০ ম্যাচে ৯১টি গোল করেছেন নেইমার। এ সময়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগসহ মোট ৯টি শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে দলকে অনন্য ‘ট্রেবল’ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে গোল করেছিলেন নেইমার। গত মৌসুমে সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা কোপা দেল রের ফাইনালেও গোল করেন তিনি।

লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে মিলে গড়ে তুলেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আক্রমণত্রয়ী। ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী ২০১৪-১৫ মৌসুমে মোট ১২২ গোল করেন। পরের মৌসুমে ছাড়িয়ে যান পূর্বের পারফরম্যান্স; করেন রেকর্ড ১৩১ গোল।