আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নেই অস্কার

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের জন্য চেলসির মিডফিল্ডার অস্কারকে দলে রাখেননি ব্রাজিলের কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 03:49 PM
Updated : 22 Oct 2016, 07:02 AM

অস্কারের বাদ পড়া বাদ দিলে গত মাসে বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলা দলটিই রেখে দিয়েছেন তিতে।

চোট থেকে সেরে ওঠার পথে আছেন কাসেমিরো। তবে শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে তার বিকল্প হিসেবে ডাক পেয়েছেন সাও পাওলোর রদ্রিগো কাইয়ো।

গত মাসে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিন্ডার কাসেমিরোর বাঁ পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে সুস্থ হয়ে ক্লাবের অনুশীলনে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি।

বাংলাদেশ সময় ১১ নভেম্বর ভোরে বেলো হরিজন্তেতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চার দিন পর পেরুর মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১৪ সালে বিশ্বকাপে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবারই প্রথম বেলো হরিজন্তের ওই মিনেইরো স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল দল। তবে তিতের বিশ্বাস, পূর্বের ওই দু:সহ স্মৃতি কোনো সমস্যার সৃষ্টি করবে না।

“এটা একটা ব্যাপার, তবে এটাও একটা বিষয় যে, (ওই ঘটনার পর) দুই বছর পেরিয়ে গেছে। এটা বেড়ে ওঠার একটা প্রক্রিয়া হিসেবে কাজ করে। আমাদের দল এখন অন্য। পরিস্থিতি ভিন্ন এবং সময়ও ভিন্ন। আপনাকে অতীত থেকে শিখতে হবে।”

ব্রাজিল দলের সবচেয়ে বড় আত্মবিশ্বাসের জায়গা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। তিতের অধীনে শেষ চার ম্যাচের সবকটিতে জিতে ষষ্ঠ স্থান থেকে শীর্ষে উঠে এসেছে তারা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২১।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে চারটি সরাসরি রাশিয়া বিশ্বকাপ খেলবে। পঞ্চম হওয়া দলকে ওশিয়ানিয়া অঞ্চলের জয়ীদের সঙ্গে প্লে-অফ খেলতে হবে বিশ্বকাপের টিকেটের জন্য।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (রোমা), মুরালা (ফ্লামেঙ্গো), ওয়েভার্তন (আতলেতিকো পারানায়েনসে)।

ডিফেন্ডার: মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারকুইনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), জিল (শানদং লুয়েনং), দানিয়েল আলভেস (ইউভেন্তুস), ফাগনার (করিন্থিয়ান্স), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফেলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), পাওলিনিয়ো (গুয়াঞ্জো এভারগ্রান্দে), উইলিয়ান (চেলসি), ফের্নান্দিনিয়ো (ম্যানচেস্টার সিটি), লুকাস লিমা (সান্তোস), জিলিয়ানো (জেনিত), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ) ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস)।