‘পার্থক্য গড়েছে মেসি’

বার্সেলোনার কাছে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ দলের তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যানচেস্টার সিটির নলিতো। ম্যাচটিতে তিনিই পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 10:25 AM
Updated : 20 Oct 2016, 10:33 AM

বার্সেলোনার মাঠ কাম্প নউ থেকে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-০ গোলে হেরে আসে সিটি। 

ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে নলিতো বলেন, “মেসি বিশ্বের সেরা খেলোয়াড় তাই সে পার্থক্য গড়ে দেয়। যখনই সে বল পায় সব সময়ই কিছু একটা করে, গোল অথবা গোলে সহায়তা।”
 
১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদে পড়ে পেপ গুয়ার্দিওলার দল। নলিতো বিষয়টিকে দেখছেন দুর্ভাগ্য হিসেবে। 
 
“প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, আমরা সুযোগ পেয়েছি কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দুর্ভাগা ছিলাম।”
 
“এটাই ফুটবল, আমাদের এগিয়ে যেতে হবে। বার্সেলোনার বিপক্ষে আজ কঠিন একটি ম্যাচ ছিল, কিন্তু ৪-০ গোলে হারা আমাদের প্রাপ্য ছিল না।”