কাবাডি বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ বাংলাদেশের

সেমি-ফাইনালে খেলার স্বপ্ন ভাঙার পর কাবাডি বিশ্বকাপের শেষটা জয় দিয়ে করল বাংলাদেশ। আর্জেন্টিনাকে ৬৭-২৬ ব্যবধানে হারিয়েছে আরদুজ্জামানরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 03:47 PM
Updated : 19 Oct 2016, 03:47 PM

ভারতের আহমেদাবাদে বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচের প্রথমার্ধে ৩৩-১৫ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে তৃতীয় জয় তুলে নেয় তুহিন-জাকিররা।
 
৪২ রেইড পয়েন্ট, ১৪ ট্যাকল পয়েন্ট, ৮ অল আউট পয়েন্ট ও অতিরিক্ত ৩ পয়েন্ট মিলিয়ে ৬৭ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। অন্যদিকে আর্জেন্টিনার রেইড পয়েন্ট ২৩, ট্যাকল পয়েন্ট ২ ও অতিরিক্ত পয়েন্ট ১।
 
পাঁচ ম্যাচের সবগুলো জিতে ২৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। পাঁচ ম্যাচে চার জয়ে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ভারতও পেয়েছে সেরা চারের টিকেট। তিন জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।
 
ইংল্যান্ডের বিপক্ষে ৫২-১৮ ব্যবধানে জিতে বিশ্বকাপ শুরু করা আরদুজ্জামানরা নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫৭-২০ পয়েন্টে হারেন। 
 
নিজেদের ‍তৃতীয় ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে দক্ষিণ কোরিয়ার কাছে ৩৫-৩২ ব্যবধানে হারলে বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়। গত বুধবার ভারত ইংল্যান্ডকে হারানোয় গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
 
গ্রুপ পর্বেই চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ব্যবধানের জয় পায় বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে ৮০-৮ ব্যবধানে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় জিয়ারা।