আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া নেইমার

বার্সেলোনায় তিন মৌসুমের সমৃদ্ধ ক্যারিয়ারে একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন নেইমার। ইউরোপ সেরার আরেকটি ট্রফি জিততে মরিয়া ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 01:51 PM
Updated : 19 Oct 2016, 01:52 PM

ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ২০১৪-১৫ মৌসুমে ‘ট্রেবল’ জিতেছিল বার্সেলোনা। আর অনন্য সে কীর্তি গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেইমারের।

আগামী শুক্রবার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিতে সই করবেন ২৪ বছর বয়সী নেইমার। এর আগে বুধবার ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে তার দল। 
 
ব্রাজিলের সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখানো নেইমার ফক্স স্পোর্টসকে বলেন, “বার্সেলোনায় প্রথম বছরেই (আসলে দ্বিতীয় মৌসুমে) আমি আমার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, তবে যত দ্রুত সম্ভব আরেকটি জিততে মরিয়া আমি।" 
 
“আপনি যখন একটি জিতবেন, তখন ভাববেন না যে নিজের লক্ষ্য পূরণ করেছেন।”
 
নেইমারের এই লক্ষ্য পূরণে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের একাধিক শিরোপা জেতা সতীর্থরাই বড় প্রেরণা। 
 
“বার্সেলোনায় এমন অনেক খেলোয়াড় আছে যারা অনেক বছর ধরে এখানে খেলছে এবং এরই মধ্যে একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।”