বিশ্বসেরা মেসিকে ভয় পান না সিটির স্টোনস

লিওনেল মেসি যে বিশ্বসেরা ফুটবলার তাতে কোনো সন্দেহই নেই জন স্টোনসের। তবে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে সামলানো নিয়ে কোনো ভয় নেই ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 01:31 PM
Updated : 19 Oct 2016, 01:31 PM

কাম্প নউতে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচটি। 
 
ম্যাচের আগের দিন স্টোনস সাংবাদিকদের বলেন, “এটা আমাকে ভীত করে না। আমি মনে করি, আপনি কিভাবে এটা সামলাতে পারেন তা দেখতে আপনাকে সেরার বিপক্ষেই খেলতে হবে। এটা আপনার মধ্য থেকেও সব সময় সেরাটা বের করে আনে।"
 
“আমি এটাকে রোমাঞ্চকর এক চ্যালেঞ্জ হিসেবে দেখি এবং আমি উন্মুখ হয়ে আছি… অবশ্যই যদি খেলার সুযোগ পাই। তাদের মুখোমুখি হওয়াটা হবে দারুণ। আমার কাছে কোনো সন্দেহ ছাড়াই মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তার মতো আর কেউ নেই।”
 
শুধু মেসিই নন, বার্সেলোনার সব খেলোয়াড়ই বিশ্বমানের বলে মনে করেন স্টোনস।
 
“আমি চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে থাকব। তবে চ্যালেঞ্জটা শুধু তার বিপক্ষে খেলা নয়, ওই দলের প্রত্যেককে নিয়ে। আমি মনে করি, লিভারপুলে থাকার সময় থেকে লু্ইস সুয়ারেস তার খেলাটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে।”