রাফিনিয়ার মনে উঁকি দিয়েছিল হ্যাটট্রিক

দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাফিনিয়ার মনে উঁকি দিয়েছিল হ্যাটট্রিকের ভাবনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 01:47 PM
Updated : 16 Oct 2016, 01:49 PM

নিজেদের মাঠ কাম্প নউতে লা লিগার ম্যাচটি শনিবার ৪-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। কাতালান ক্লাবটির অন্য গোল দুটি করেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস।

২১ থেকে ৩৬-এই ১৫ মিনিটের মধ্যে দুই গোল করা ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়া ম্যাচ শেষে বলেন, “প্রথম দুই গোল পাওয়ার পর স্বাভাবিকভাবেই আমার মনে হ্যাটট্রিক করার ভাবনা উঁকি দিয়েছিল।”

শেষ পর্যন্ত অবশ্য হ্যাটট্রিক পাননি তিনি। ৭০তম মিনিটে তাকে তুলে নেন কোচ লুইস এনরিকে।

আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার সবশেষ ম্যাচটিতে সেল্তা ভিগোর কাছে হেরেছিল বার্সেলোনা। দেপোর্তিভোর বিপক্ষে জয়ে তাই স্বস্তি ফিরে এসেছে কাতালান ক্লাবটিতে।

“সেল্তা ভিগোর কাছে হারের পর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পেলাম।”

চলতি মৌসুমে এনরিকের অন্যতম পছন্দের ফর্মেশন হচ্ছে ৩-৪-৩। তিন জন ডিফেন্ডার নিয়ে খেলার এই পদ্ধতিতে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে বার্সেলোনা। আর এই ফর্মেশনে দারুণ কার্যকরী এক খেলোয়াড় রাফিনিয়া।