বার্সা-রিয়ালকে ছাড়িয়ে শীর্ষে আতলেতিকো

পয়েন্ট তালিকার তলানির দল গ্রানাদার জালে গোল উৎসব করেছে আতলেতিকো মাদ্রিদ। ইয়ানিক কারাসকোর দারুণ হ্যাটট্রিকে ৭-১ গোলের বিশাল জয় পেয়েছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 07:34 PM
Updated : 15 Oct 2016, 09:35 PM

নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে শনিবার সন্ধ্যায় ম্যাচের অষ্টাদশ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড কুয়েনকার গোলে পিছিয়ে পড়ার ১৩ মিনিট পর কারাসকোর নৈপুণ্যে সমতায় ফেরে আতলেতিকো।

৪৫তম মিনিটে দলকে এগিয়ে দেন কারাসকো। পরে ৬১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।

এর দুই মিনিট পর স্কোরলাইন ৪-১ করেন নিকোলাস গাইতান। ৮১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান আর্জেন্টিনার এই মিডফিল্ডার।

৮৫তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড আনহেল কোররেয়া ব্যবধান আরও বাড়ানোর দুই মিনিট পর গ্রানাদার জালে শেষ গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার তিয়াগো।

দুর্দান্ত এই জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করা আতলেতিকোর পয়েন্ট ৮ ম্যাচে হলো ১৮।

আরেক ম্যাচে রিয়াল বেতিসকে ৬-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ১৮। তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

দিনের প্রথম ম্যাচে লেগানেসেকে ৩-২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল সেভিয়া। পরের ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছিল বার্সেলোনা।

দিনের সব ম্যাচ শেষে সেভিয়া আছে তৃতীয় স্থানে। আর ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা।