মোহামেডানের প্রথম জয়, শেখ জামালের প্রথম হার

দুটি দলই ‘প্রথম’-এর স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে। দশম ম্যাচে এসে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে প্রথম হার নিয়ে মাঠ ছাড়ল লিগের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 03:46 PM
Updated : 14 Oct 2016, 03:46 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার তৌহিদুল আলম সবুজের ৪৮তম মিনিটে গোলে এগিয়ে যায় মোহামেডান। শেষ পর্যন্ত এই গোলেই ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে প্রথম জয় পায় দলটি।

১০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৯। এ হারে লিগে শীর্ষে ফেরার সুযোগ হারাল শেখ জামাল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি শেখ জামালের চেয়ে এক ম্যাচ কমও খেলেছে।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি মোহামেডান। ২০তম মিনিটে ইয়াইয়া সির শট পাঞ্চ করে ফিরিয়ে শেখ জামালের ত্রাতা মাজহারুল ইসলাম হীমেল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। তৌহিদুল আলম সবুজের শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। তবে এনজেকো প্যাটট্রিকের কর্নারে শাহেদুল আলমের হেড থেকে পাওয়া বল জোরালো শটে জালে জড়িয়ে দেন সবুজ। লিগে এটি তার পঞ্চম গোল।

পিছিয়ে পড়া শেখ জামাল দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার একাধিক সুযোগ নষ্ট করে। ৬৩তম মিনিটে ওয়েডসেন আনসেলমের ফ্রি-কিকে এনামুল হকের হেড সরাসরি গোলক্ষকের গ্লাভসে জমে যায়। তিন মিনিট পর এমেকা ডারলিংটনের ক্রসে ল্যান্ডিং ডারবোর ভলি পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। একটু পর ল্যান্ডিংয়ের আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়।

শেখ জামালের গোল না পাওয়ার হতাশা আরও বাড়ে ৭৫তম মিনিটে কর্নার থেকে সারোয়ার জামান নিপুর হেড ক্রসবারে লেগে ফিরলে। এরপর বক্সের জটলার মধ্যে বল পেলেও কাজে লাগাতে পারেননি ল্যান্ডিং-এমেকারা। শেষ পর্যন্ত ১-০ গোলের হারে লিগের অজেয় যাত্রা থামল শেখ জামালের।

শুক্রবার প্রথম ম্যাচে চিয়াগো তাইসনের একমাত্র গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ।