জাতীয় মহিলা দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন ইভা

শেষ রাউন্ডে ড্র করলে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের সেরার মুকুট উঠত তার মাথায়। সহজ সমীকরণ নাজরানা খান ইভা মিলিয়েছেন আহেলী সরকারের সঙ্গে ড্র করেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 01:46 PM
Updated : 14 Oct 2016, 01:46 PM

বাংলাদেশ দাবা ফেডারেশনে শুক্রবার একাদশ ও শেষ রাউন্ডের ড্রয়ে সাড়ে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন ইভা। এর আগে এই শিরোপা তিনি জিতেছিলেন ২০০০ সালে।

গত আসরের রানার্সআপ শারমীন সুলতানা শিরিন ৯ পয়েন্ট নিয়ে এবারও দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছেন। শেষ রাউন্ডে সামিহা শারমীন সিম্মীকে হারিয়েছেন মহিলা এই ফিদে মাস্টার।

১৮ বারের জাতীয় মহিলা দাবার চ্যাম্পিয়ন রানী হামিদ সাড়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন। শেষ রাউন্ডে জাহানারা হক রুনুকে হারান এই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার।

শেষ রাউন্ডে ইভার সঙ্গে ড্র করা আহেলী সরকার ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন। জাতীয় পর্যায়ে এটাই তার সেরা সাফল্য।

একাদশ রাউন্ডের অন্য খেলায় জোহরাতুল জান্নাত জিসা হারান কিশোয়ারা সাজরীন ইভানাকে। জাকিয়া সুলতানা প্রতিভা তালুকদারের সঙ্গে ড্র করেন। সাবিকুন নাহার তনিমার বিপক্ষে ওয়াক-ওভার পেয়ে প্রতিযোগিতা শেষ করেন নোশিন আঞ্জুম।