‘মেসির বার্সা ছাড়া হবে বাবার মৃত্যুর মতো’

লিওনেল মেসি তার ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করতে চান। তবে তারকা এই ফরোয়ার্ড কোনো দিন কাম্প নউ ছেড়ে গেলে কাতালান ক্লাবটির জন্য তা বাবা হারানোর কষ্টের মতো মনে হবে বলে জানিয়েছেন সতীর্থ জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 12:22 PM
Updated : 14 Oct 2016, 12:23 PM

বার্সেলোনার যুব প্রকল্প থেকে উঠে আসা আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি নিজেকে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজনে পরিণত করেছেন।

বার্সেলোনার যুব প্রকল্পে মেসির সঙ্গে বেড়ে ওঠা ডিফেন্ডার পিকে টিভি থ্রিকে বলেন, “সে সম্পূর্ণ অনন্য…যে দিন সে (বার্সেলোনা) ছাড়বে সেদিন বাবা মারা যাওয়ার দিনের মতো লাগবে। আর এটা কঠিন হবে।”

“আমরা এখন লিওকে নিয়ে কথা বলি, কিন্তু এক দিন সে এখানে থাকবে না আর আমরা রিক্ত হয়ে যাবো, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে আমাদের আবার শুরু করতে হবে।”

মেসি বার্সেলোনার হয়ে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। 

মেসি, চাভি এর্নান্দেস, সের্হিও বুসকেতস, কার্লেস পুয়োল, আন্দ্রেস ইনিয়েস্তার আর তার নিজের মতো একটা প্রজন্ম আর আসবে না বলে মনে করেন পিকে।