শান্তির ম্যাচে মারাদোনা-ভেরনের ঝগড়া

ইতালির রোমে একটি চ্যারিটি ম্যাচ খেলতে গিয়ে প্রথমার্ধ শেষে মাঠ থেকে ফেরার সময় উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন আর্জেন্টিনার দুই সাবেক ফুটবলার দিয়েগো মারাদোনা ও হুয়ান সেবাস্তিয়ান ভেরন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 02:44 PM
Updated : 13 Oct 2016, 02:44 PM

শান্তির জন্য পোপ ফ্রান্সিসের আয়োজন করা ম্যাচটিতে গত বুধবার সাবেক আর বর্তমান ফুটবল তারকারা অংশ নেন। এদের মধ্যে রোনালদিনিয়ো, ফ্রান্সেসকো তত্তি, এদগার দাভিদস, হের্নান ক্রেসপোও ছিলেন।

স্বদেশি ভেরনের কয়েকটি ট্যাকলে অসন্তুষ্ট হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতা মারাদোনা। ভেরনের দিকে তেড়ে যেতে চাওয়া মারাদোনাকে থামান ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কাফু।

মাঠ ছাড়ার পর তাদের দুজনকে আলাদা করতে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপের প্রয়োজন পড়ে।

কোচ মারাদোনার অধীনে আর্জেন্টিনার হয়ে ২০১০ বিশ্বকাপ খেলেন ভেরন। বিশ্বকাপ শেষে মারাদোনার কোচিংয়ের কঠোর সমালোচনাও করেছিলেন তিনি।

ম্যাচটি ৪-৩ গোলে হেরে যায় মারাদোনার দল।