গুয়ার্দিওলাকে মনে করাচ্ছেন তিতে: আলভেস

তিতে দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্দম্য গতিতে এগিয়ে চলছে ব্রাজিল। নতুন এই কোচের কাজ ডিফেন্ডার দানি আলভেসকে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে মনে করিয়ে দিচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 01:15 PM
Updated : 13 Oct 2016, 02:58 PM

দুঙ্গার জায়গায় দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের ডাগআউটে এখন পর্যন্ত চারটি ম্যাচে দাঁড়িয়েছেন করিন্থিয়ান্সকে ক্লাব ওয়ার্ল্ড কাপ, কোপা লিবের্তোদোরেস ও ব্রাজিলিয়ান লিগ জেতানো তিতে। তিনি দায়িত্ব নেওয়ার পর রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল টানা চার ম্যাচ জিতেছে। ষষ্ঠ স্থান থেকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে তারা।

ব্রাজিল দলে আক্রমণাত্মক ফুটবল ফিরিয়ে এনেছেন তিতে, যেটা দুঙ্গার সময়ে ছিল অনুপস্থিত। এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল দিয়েছে ব্রাজিল, বিপরীতে খেয়েছে মাত্র এক গোল।

এ মৌসুমেই ইউভেন্তুসে নাম লেখানো আলভেস বার্সেলোনায় গুয়ার্দিওলার অধীনে খেলেন। 

তিতেকে নিয়ে আলভেস বলেন, “কোনো সন্দেহ নেই, কিছু পার্থক্য থাকার পরও শুধু তিতেই নন, তার স্টাফরাও আমাকে বিভিন্ন বিষয়ে কিছুটা হলেও গুয়ার্দিওলাকে মনে করিয়ে দেয়।”

“তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি, তার অধীনে আমি খুশি। শুধু আমিই নই, সবাই খুশি।”