চোটের শঙ্কা উড়িয়ে দিলেন সুয়ারেস

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের সময় বেঞ্চের দিকে লুইস সুয়ারেসের একটা ইঙ্গিত দেখে মনে হচ্ছিল যেন চোট পেয়েছেন তিনি। উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড এটা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আসলে ক্লান্ত ছিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2016, 02:08 PM
Updated : 12 Oct 2016, 02:08 PM

প্রতিপক্ষের মাঠ থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র করে ফেরে উরুগুয়ে। ম্যাচ শেষে ভিটিভিকে সুয়ারেস জানিয়েছেন, তার কোনো চোট নেই।

“এটা ক্লান্তির কারণে হয়েছে। অনেক ম্যাচ আর ভ্রমণ, তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলের জন্য সর্বস্ব দেওয়া।”

৮৪তম মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকার পরও জিততে না পারায় হতাশ হয়েছেন সুয়ারেস। তবে একটি পয়েন্ট পাওয়াকেও গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

“স্পষ্টতই এটা অসাধারণ একটি পয়েন্ট। আমরা এটা উপভোগ করব এবং এখান থেকে সামনে এগিয়ে যাব।”

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দশম রাউন্ড শেষে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।

১৭ পয়েন্ট নিয়ে একুয়েডর তৃতীয় ও কলম্বিয়া চতুর্থ স্থানে আছে। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।